সুন্দরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : ০৫:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিরুদ্ধে চেয়ারম্যান দূর্নীতি প্রতিরোধ কমিটি ব্যানারে সীমাহীন লুটপাট, দুর্নীতি, দুর্ব্যবহারের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় জাগ্রত জনতা। রোববার ওই ইউনিয়নের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চেয়ারম্যান গোলাম কবির মুকুল। তিনি বলেন, তথাকথিত চেয়ারম্যান দূর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে যেসব অনিয়ম এবং দূর্নীতির কথা বলা হয়েছে তা সঠিক নহে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যক্তি আমাকে হেয় প্রতিপন্ন করার মানসে মিথ্যা তথ্য উপস্থাপন করে মানববন্ধন কর্মসূচি পালন করে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক গাছ কর্তন করে তা সহকারি কমিশনার (ভূমি) এর মতামতের ভিত্তিতে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত সেলাই মেশিন ইউনিয়ন পরিষদেই জমা রয়েছে।
এছাড়া মোখলেছুর রহমানের কাছ থেকে সাদা কাগজে সহি নিয়ে তথাকথিত চেয়ারম্যান দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ঘর দেয়ার নামে চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান সাদা কাগজে সহি নেয়ার কথা স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য এরশাদুল ইসলাম, রেজাউল ইসলাম, হাজেরা বেগম, ফাতেমা বেগম, সাবেক সেনা সদস্য আব্দুর রশিদ মিয়া, ফজলু রহমান, প্রধান শিক্ষক অজিত কুমার, সমাজসেবক আশেক আলী, মাহবুবার রহমান, আ’লীগ নেতা- রাজা মিয়া, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি মারুফ হোসেন বাদল, সাবেক স্বেচ্ছাসেকলীগ সংগাঠনিক সম্পাদক সোহানুর রহমান আজম, জেলা ছাত্রলীগ সদস্য আদি আসলাম তাহের, ছাত্রলীগ সভাপতি দহবন্দ ইউনিয়ন সঞ্জয় কুমার, সাবেক সাংগঠনিক স্বেচ্ছাসেবকলীগ সহিদার রহমান, ছাত্রলীগ নেতা রতন মিয়া, বাবলু মিয়া, সভাপতি উপজেলা শেখ রাসেল শিশু পরিষদ গোলাম মওলা বাঁধন প্রমূখ। এর আগে জাগ্রত জনতার ব্যানারে ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।