সংবাদ শিরোনাম ::
লালমনিরহাট ৪ উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৫৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ২৪৯ ৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ।।
লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ হাতীবান্ধা ও লালমনিরহাট সদর উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ জেলার হাতীবান্ধা উপজেলায় প্রায় ৯১ জন গ্রাম পুলিশকে সাইকেল দেয়া হয় এর আগে কালীগঞ্জ আদিতমারী ও জেলা সদরে প্রায় ২৫৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরন করে স্ব স্ব উপজেলা প্রশাসন ।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম। এদিকে পরে প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা বিদ্যালয়ের মাঠে সাইকেল চালিয়ে গ্রাম পুলিশদের হাতে সাইকেল তুলে দেন। হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমূখ।
আরো খবর.......