স্টাফ রিপোর্টার বাবু কাহারুল।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানি দিনার
(৭০) বার্ধক্যজনিত কারণে আজ ১৯ শে আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানি দিনারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে কালঘড়া কবরস্থানে দাফন করা হয়। উক্ত মরহুমের জানাজার নামাজ আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কালঘড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়।
তিনি মৃত্যৃকালে স্ত্রী ও ২ ছেলে,
নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন পরিবারবর্গ।
মরহুমের মৃত্যৃতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।