পার্বতীপুর এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার।
- আপডেট টাইম : ০৯:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
- মোঃ জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি দিনাজপুর।
গত ১৮/০৮/২০২১ খ্রিষ্টাব্দে জেলা পুলিশ, দিনাজপুরের মানবিক পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), জনাব মোঃ ইমাম জাফর, অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানা, আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মোঃ আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর থানাধীন ৭নং মোস্তফাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রপুর মৌজাস্থ পুরাতন গরুর হাট সংলগ্ন জৈনক মোঃ মতিন (সাবেক চেয়ারম্যান) এর লিচু বাগান এর পূর্ব-উত্তর কাঁচা রাস্তার উপর রাত ২০:৪৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে আসামি মোঃ সজীব রানা (২২), পিতাঃ মোঃ আমিনুল হক সাং- দৌলতপুর থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুরকে একটি মোটর সাইকেলসহ আটক করেন। এবং তার মোটর সাইকেলে থাকা শপিং ব্যাগ তল্লাশি করিয়া কাগজের কার্টুনে রক্ষিত একটি লোহার তৈরি 9mm পিস্তল, একটি লোহার তৈরি সিলভার রঙের ম্যাগাজিন, একটি গুলি ও একটি দেশীয় লোহার তৈরি শুটারগান (এলজি) উদ্ধার করে।