রাশিয়ায় হোয়াটসঅ্যাপ-গুগলের বিরুদ্ধে ব্যবস্থা, বিপাকে অন্যরাও
- আপডেট টাইম : ১২:০৬:২৬ অপরাহ্ণ, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ২২৫ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
রাশিয়ায় মামলার মুখে পড়তে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ফেসবুক মালিকানাধীন মেসেজিং সেবাটির বিরুদ্ধে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে দেশটি। রাশিয়ান ব্যবহারকারীদের ডেটা স্থানীয়ভাবে সংরক্ষণে ব্যর্থ হওয়াতেই হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ব্যবস্থায় যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ফেসবুক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঠিক একদিন আগেই গুগলকে ব্যক্তিগত ডেটা আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ লাখ রুবল জরিমানা করেছে রাশিয়া। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধেও একই কারণে ব্যবস্থা নিতে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে দেশটি।
বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অনেকদিন ধরেই বিতণ্ডা চলছে রাশিয়ার। গোটা বিষয়টি তারই অংশ। নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো কিছু দিন পরপরই জরিমানার মুখে পড়ছে দেশটিতে। বিদেশি প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ায় অফিস খোলানোর চেষ্টা করছে দেশটি।
রয়টার্স ইন্টারফ্যাক্স প্রতিবেদনে উল্লেখিত আদালত নথির বরাতে জানিয়েছে, রাশিয়ায় ১০ থেকে ৬০ লাখ রুবল জরিমানার মুখে পড়তে পারে হোয়াটসঅ্যাপ, মার্কিন ডলারের হিসেবে যা দাঁড়ায় ১৩ হাজার সাতশ’ ডলার থেকে ৮২ হাজার দুইশ’ ৫০ ডলারের মধ্যে।
মামলার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।