নারী অধিকার কর্মীর জেল, সৌদি-মার্কিন সম্পর্কে অবনতির শঙ্কা
- আপডেট টাইম : ০৬:১৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ২৯৮ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরবে গ্রেফতার হওয়া নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলুলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত ৷ স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
বিশ্লেষকরা বলছেন, এই রায়ের মাধ্যমে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক অবনতি হতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকবারই সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
রায়ের পর একটি বিবৃতিতে হাথলুলের বোন লিনা বলেন, আমার বোন সন্ত্রাসী নয়। সে একজন নারী অধিকার কর্মী।
লুজাইন আল-হাথলুল প্রথম খবরে উঠে আসেন ২০১৪ সালে৷ গাড়ি চালিয়ে সৌদি আরব থেকে আরব আামিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি৷ সেই সময় সৌদি আরবে নারীদের গাড়ি চালানো বিষয়ে ছিল কড়া নিষেধাজ্ঞা৷
এরপর ২০১৮ সালের মে মাসে গ্রেফতার হন তিনি৷ তার সঙ্গে তখন আরো বেশ কয়েকজন নারীকেও গ্রেফতার করা হয়। জানা গেছে, তারা নারীদের গাড়ি চালানো বিষয়ে নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছিলেন।