ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস Logo পটুয়াখালী-২ আসনে এনসিপি-জামায়াতে উচ্ছ্বাস, বিএনপিতে বিষাদ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ

চৌমুহনী ভায়া লক্ষ্মীপুর টু চাঁদপুর রেল লাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলাম

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী। রোববার (১৯ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। জেলার কৃষিপণ্য পরিবহন সহজ হবে। শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখানে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে। এজন্য সমৃদ্ধ অর্থনৈতিক লক্ষ্মীপুর গড়তে রেললাইন স্থাপনে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, ১৯৭৩ সালে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য সর্বপ্রথম মাঠ জরিপ পরিচালিত হয়। তখন রেল স্টেশনের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান শনাক্ত এবং সংখ্যা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৭ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেললাইন স্থাপনের জন্য একটি চাহিদাপত্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়। তখন তৎকালীন রেলমন্ত্রী রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। কিন্তু আজও এই অঞ্চলের মানুষ রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চ ও ফেরিঘাটটি মেঘনা নদী হয়ে নৌপথে চট্টগ্রাম-কক্সবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভোলা, বরিশাল, খুলনা অঞ্চলসহ দেশের প্রায় ২৫টি জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস

চৌমুহনী ভায়া লক্ষ্মীপুর টু চাঁদপুর রেল লাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলাম

আপডেট সময় ০৬:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী। রোববার (১৯ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। জেলার কৃষিপণ্য পরিবহন সহজ হবে। শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখানে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে। এজন্য সমৃদ্ধ অর্থনৈতিক লক্ষ্মীপুর গড়তে রেললাইন স্থাপনে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, ১৯৭৩ সালে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য সর্বপ্রথম মাঠ জরিপ পরিচালিত হয়। তখন রেল স্টেশনের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান শনাক্ত এবং সংখ্যা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৭ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেললাইন স্থাপনের জন্য একটি চাহিদাপত্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়। তখন তৎকালীন রেলমন্ত্রী রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। কিন্তু আজও এই অঞ্চলের মানুষ রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চ ও ফেরিঘাটটি মেঘনা নদী হয়ে নৌপথে চট্টগ্রাম-কক্সবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভোলা, বরিশাল, খুলনা অঞ্চলসহ দেশের প্রায় ২৫টি জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম।


প্রিন্ট