লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী। রোববার (১৯ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। জেলার কৃষিপণ্য পরিবহন সহজ হবে। শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখানে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে। এজন্য সমৃদ্ধ অর্থনৈতিক লক্ষ্মীপুর গড়তে রেললাইন স্থাপনে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি।
জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, ১৯৭৩ সালে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য সর্বপ্রথম মাঠ জরিপ পরিচালিত হয়। তখন রেল স্টেশনের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান শনাক্ত এবং সংখ্যা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৭ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেললাইন স্থাপনের জন্য একটি চাহিদাপত্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়। তখন তৎকালীন রেলমন্ত্রী রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। কিন্তু আজও এই অঞ্চলের মানুষ রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চ ও ফেরিঘাটটি মেঘনা নদী হয়ে নৌপথে চট্টগ্রাম-কক্সবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভোলা, বরিশাল, খুলনা অঞ্চলসহ দেশের প্রায় ২৫টি জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@