ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মডেল মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল প্রায় ৫ লাখ টাকা ভোটের আগে বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার কলেজ পড়ুয়া জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে হাজী মো: মকবুল হোসেনের বিশাল জনসভা ফুলবাড়ীতে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত অধিকার ও মানবাধিকার কর্মীদের উদ্বেগ মানবাধিকার পরিস্থিতিতে অগ্রগতি নেই বাংলাদেশের হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে যেতে পারবেন না হাজীরা জামালপুরে পাটের পরিবর্তে, পাট শাক চাষ উৎপাদন বৃদ্ধি পেয়েছে গাজা ট্র্যাজেডি থেকে যে শিক্ষা নিতে বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ধানের চাল কত টাকা কিনা হবে জানালেন মন্ত্রী সুন্দরবনের অগ্নিকান্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে

বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করল কথিত মাওলানা মীর শোয়াইব আনসারী

নিজস্ব প্রতিবেদক।।

বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করল কথিত মাওলানা মীর শোয়াইব আনসারী

স্থানীয় এমপির নাম সামনে রেখে  অহরহ অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে   জামালপুর সদরের কানিল গ্রামের জামায়াত কর্মী মীর শোয়াইব আনসারী ভন্ড হুজুর।

ধর্মের লেবাস পরে ভুয়া পদবী লাগিয়ে ধর্মভীরু সাধারণ জনগণের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে মীর শোয়াইব আনসারী এক ভন্ড প্রতারকের নামে অভিযোগ উঠে আসে সময়ের কন্ঠের কাছে।

স্থানীয় সূত্রে জানা যায় এই ভন্ড প্রতারক নিজেকে ইস্কাটন মসজিদের খতিব ও বিভিন্ন জেলার বড় বড় মসজিদের খতিব দাবি করে ভিজিটিং কার্ড তৈরি করে জনসম্মুখে বিলিয়ে ধর্মের নাম ভাঙ্গিয়ে ধর্মপ্রিয় মুসলমানদের বিশ্বাস পুঁজি করে নিজ ফায়দা লুটাচ্ছে।

জানা যায় গতবছর ২০২০ সনে হজে নেয়ার কথা বলে, ৩শত হজ যাত্রীদের কাছ থেকে প্রায় ৬কোটি টাকা অগ্রিম আদায় করে। কোভিট-১৯ (করোনার) কারণে সৌদি সরকার হজ বাতিল ঘোষণা করলে

অগ্রিম নেয়া 6 কোটি টাকা হজযাত্রীদের না ফিরিয়ে দিয়ে এই ভন্ড প্রতারক আত্মসাৎকৃত  টাকা দিয়ে জামালপুরে পাঁচতলা বিল্ডিং এবং ঢাকা বিভিন্নস্থানে নিজের নামে ফ্ল্যাট কিনে প্রশাসনের নাকের ডগায় ঘোরাফেরা করছে।

সম্প্রতি ভন্ড প্রতারক মীর শোয়াইব আনসারী তার এক ঘনিষ্ঠ বন্ধুকে ধর্মের ভয় দেখিয়ে হজে পাঠিয়ে তার আত্মসত্তা স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করে ফেলে। পরে বন্ধু হজ্ব থেকে ফিরে বিষয়টিকে মীমাংসা করতে চাইলেও  ভন্ড মীর শোয়াইব তার স্ত্রী ও সন্তানকে আর ফিরিয়ে দেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায় ভন্ড শোয়াইব আনসারী ছোট থেকেই নারীলোভী এবং নারী কেলেঙ্কারিতেও নামকরা ছিলো, কিছুদিন পূর্বেও তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে নতুন স্ত্রী ঘরে আনে।

এই লেবাসধারী ভন্ড শোয়াইব আনসারীর বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না সাধারন জনতার প্রশ্ন থেকেই যায় ।

ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের দাবি

এই ধর্মব্যবসায়ী ভন্ড প্রতারককে শীঘ্রই আইনের আওতায় এনে আত্মসাৎকৃত সকল টাকা উদ্ধার করে হজযাত্রীদের বুঝিয়ে দিয়ে এই ভন্ড প্রতারক কে এমন শাস্তি প্রদান করা যাতে নতুন কোনো প্রতারক এভাবে প্রতারণা করার সাহস না করতে পারে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

মনোহরদীতে মডেল মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল প্রায় ৫ লাখ টাকা

বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করল কথিত মাওলানা মীর শোয়াইব আনসারী

আপডেট টাইম : ০৯:৩২:০১ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক।।

বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করল কথিত মাওলানা মীর শোয়াইব আনসারী

স্থানীয় এমপির নাম সামনে রেখে  অহরহ অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে   জামালপুর সদরের কানিল গ্রামের জামায়াত কর্মী মীর শোয়াইব আনসারী ভন্ড হুজুর।

ধর্মের লেবাস পরে ভুয়া পদবী লাগিয়ে ধর্মভীরু সাধারণ জনগণের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে মীর শোয়াইব আনসারী এক ভন্ড প্রতারকের নামে অভিযোগ উঠে আসে সময়ের কন্ঠের কাছে।

স্থানীয় সূত্রে জানা যায় এই ভন্ড প্রতারক নিজেকে ইস্কাটন মসজিদের খতিব ও বিভিন্ন জেলার বড় বড় মসজিদের খতিব দাবি করে ভিজিটিং কার্ড তৈরি করে জনসম্মুখে বিলিয়ে ধর্মের নাম ভাঙ্গিয়ে ধর্মপ্রিয় মুসলমানদের বিশ্বাস পুঁজি করে নিজ ফায়দা লুটাচ্ছে।

জানা যায় গতবছর ২০২০ সনে হজে নেয়ার কথা বলে, ৩শত হজ যাত্রীদের কাছ থেকে প্রায় ৬কোটি টাকা অগ্রিম আদায় করে। কোভিট-১৯ (করোনার) কারণে সৌদি সরকার হজ বাতিল ঘোষণা করলে

অগ্রিম নেয়া 6 কোটি টাকা হজযাত্রীদের না ফিরিয়ে দিয়ে এই ভন্ড প্রতারক আত্মসাৎকৃত  টাকা দিয়ে জামালপুরে পাঁচতলা বিল্ডিং এবং ঢাকা বিভিন্নস্থানে নিজের নামে ফ্ল্যাট কিনে প্রশাসনের নাকের ডগায় ঘোরাফেরা করছে।

সম্প্রতি ভন্ড প্রতারক মীর শোয়াইব আনসারী তার এক ঘনিষ্ঠ বন্ধুকে ধর্মের ভয় দেখিয়ে হজে পাঠিয়ে তার আত্মসত্তা স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করে ফেলে। পরে বন্ধু হজ্ব থেকে ফিরে বিষয়টিকে মীমাংসা করতে চাইলেও  ভন্ড মীর শোয়াইব তার স্ত্রী ও সন্তানকে আর ফিরিয়ে দেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায় ভন্ড শোয়াইব আনসারী ছোট থেকেই নারীলোভী এবং নারী কেলেঙ্কারিতেও নামকরা ছিলো, কিছুদিন পূর্বেও তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে নতুন স্ত্রী ঘরে আনে।

এই লেবাসধারী ভন্ড শোয়াইব আনসারীর বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না সাধারন জনতার প্রশ্ন থেকেই যায় ।

ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের দাবি

এই ধর্মব্যবসায়ী ভন্ড প্রতারককে শীঘ্রই আইনের আওতায় এনে আত্মসাৎকৃত সকল টাকা উদ্ধার করে হজযাত্রীদের বুঝিয়ে দিয়ে এই ভন্ড প্রতারক কে এমন শাস্তি প্রদান করা যাতে নতুন কোনো প্রতারক এভাবে প্রতারণা করার সাহস না করতে পারে।