সংবাদ শিরোনাম ::
ইতালির রাজধানী রোমে মানিকগঞ্জ জেলা সমিতি, মেঘদূত এর আনন্দ ভ্রমন

মোঃজুয়েল,রোম, প্রতিনিধি,ইতালি
- আপডেট টাইম : ০২:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ২৫০ ১৫০০০.০ বার পাঠক
গতকাল ২৫ ডিসেম্বর২০২৩ সোমবার ইতালির রাজধানী রোমে, মানিকগঞ্জ জেলা সমিতির উদ্যোগে,এক বরফ ভ্রমনের আয়োজন করেন মেঘদূত,এ ভ্রমন শুরু হয় ইতালির রাজধানী রোম থেকে বরফের রাজ্য খ্যাত ওভেনদলি পর্যন্ত,এই ভ্রমনে অংশ নেন মানিকগঞ্জ জেলার শতাধিক প্রবাসি,ভ্রমন কালে, প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হিসেবে ছিলো, খোলাকন্ঠে গান,কবিতা আবৃতি, কৌতুক, ও সর্ব শেষ রেফেল ড্র
মেঘদূত আয়োজিত আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন,মানিকগন্জ জেলা সমিতির সভাপতি মোঃনায়েব আলী সাধারণ সম্পাদক মোঃচনচল চৌধুরী, ক্রীয়া সম্পাদক মোঃ রেজাউল করিম, সাবেক প্রচারসম্পাদক, মোঃরেজাউল করিম (দৌলতপুর),ও মেঘদূত এর কর্নধার মোঃমোজাম্মেল হোসাইন মোল্লা।
আরো খবর.......