ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক পৃথক পৃথম ২ টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট, বিদেশী মদ আটক করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমড়া বিওপি এবং রসুলপুর বিওপি পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা, ২৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৭৫ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩,০৫৫৫০/- টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়ক
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর।
প্রিন্ট