ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস Logo পটুয়াখালী-২ আসনে এনসিপি-জামায়াতে উচ্ছ্বাস, বিএনপিতে বিষাদ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা জোরদার করতে চট্টগ্রামে সমন্বিত প্রচারণা শুরু: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনগণকে আরও সচেতন করা এখন সময়ের দাবি। সুস্থ নগরী গড়ে তুলতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর (প্রাঃ) লিমিটেড এবং পিজিএস একাডেমিয়া যৌথভাবে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” উদযাপন এবং প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চসিকের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদ করিম স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “হেলদি সিটি গড়ে তুলতে নগরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে।” তিনি জানান, অক্টোবর মাসজুড়ে নগরের বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতা সমাবেশ, প্রদর্শনী ও প্রচারণা চলবে। এছাড়া গণমাধ্যমে টক-শো, লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া যৌথভাবে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সমাবেশ, প্রশিক্ষণ এবং শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করবে। এছাড়া মাসজুড়ে সিএসসিআর হাসপাতাল বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং প্রোগ্রামের আওতায় রোগীদের বিনামূল্যে কনসালটেশন প্রদান করবে। যেসব রোগীর পরীক্ষা প্রয়োজন, তাঁদের ৫০% ছাড়কৃত মূল্যে ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, সিটি, এমআরআই অব ব্রেস্ট, বায়োপসি, হিস্টোপ্যাথলোজী এবং ইমিউনো-হিস্টোকেমিষ্ট্রি পরীক্ষা করা হবে।

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক মাসব্যাপী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডা. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এম.এ. কাশেম, ডা. সালাউদ্দিন মাহমুদ, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. এমজাদ হোসেন, মোঃ আজিজুর রহমান, পিজিএস একাডেমিয়ার ডা. সাকেরা আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে চিকিৎসকসহ চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন সমাপ্তিতে বলেন, “সচেতনতা ছাড়া স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়। নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করতে এই কার্যক্রম নতুন প্রেরণা যোগাবে।”


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা জোরদার করতে চট্টগ্রামে সমন্বিত প্রচারণা শুরু: ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনগণকে আরও সচেতন করা এখন সময়ের দাবি। সুস্থ নগরী গড়ে তুলতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর (প্রাঃ) লিমিটেড এবং পিজিএস একাডেমিয়া যৌথভাবে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” উদযাপন এবং প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চসিকের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদ করিম স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “হেলদি সিটি গড়ে তুলতে নগরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে।” তিনি জানান, অক্টোবর মাসজুড়ে নগরের বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতা সমাবেশ, প্রদর্শনী ও প্রচারণা চলবে। এছাড়া গণমাধ্যমে টক-শো, লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া যৌথভাবে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সমাবেশ, প্রশিক্ষণ এবং শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করবে। এছাড়া মাসজুড়ে সিএসসিআর হাসপাতাল বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং প্রোগ্রামের আওতায় রোগীদের বিনামূল্যে কনসালটেশন প্রদান করবে। যেসব রোগীর পরীক্ষা প্রয়োজন, তাঁদের ৫০% ছাড়কৃত মূল্যে ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, সিটি, এমআরআই অব ব্রেস্ট, বায়োপসি, হিস্টোপ্যাথলোজী এবং ইমিউনো-হিস্টোকেমিষ্ট্রি পরীক্ষা করা হবে।

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক মাসব্যাপী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডা. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এম.এ. কাশেম, ডা. সালাউদ্দিন মাহমুদ, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. এমজাদ হোসেন, মোঃ আজিজুর রহমান, পিজিএস একাডেমিয়ার ডা. সাকেরা আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে চিকিৎসকসহ চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন সমাপ্তিতে বলেন, “সচেতনতা ছাড়া স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়। নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করতে এই কার্যক্রম নতুন প্রেরণা যোগাবে।”


প্রিন্ট