সংবাদ শিরোনাম ::
কোস্ট গার্ডের অভিযানে চিংড়ির রেনু পোনাসহ ২৩ জন আটক
ওমর ফারুক ( সিনিয়র স্টাফ রিপোর্টার):
- আপডেট টাইম : ১০:১৮:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১২৪ ৫০০০.০ বার পাঠক
আজ (০৬ জুন ২০২৩) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ টি ট্রাক ও ৫ টি মটরসাইকেল তল্লাশি করে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ পিস চিংড়ি রেনু পোনা ও চালকসহ ২৩ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং পিরোজপুর জেলার বাসিন্দা।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রুপসা এর প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীত অবমুক্ত করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ট্রাক ও মটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক জেলি পুশকৃত চিংড়ি এবং মাদক ও চোরাচালান বিরোধী অভিযান প্রতিনিয়ত চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যহত থাকবে।
আরো খবর.......