খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যেয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভায় কেএমপি’র পুলিশ কমিশনার

- আপডেট টাইম : ০৬:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৩৯৪ ১৫০০০.০ বার পাঠক
তথ্য মতে জানান-গত ০৮ মে ২০২৩ খ্রিঃ, ২৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১০.৩০ ঘটিকায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন খুলনার উদ্যোগে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যেয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত-প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, ঢাকা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, ঢাকা জনাব রাশেদা সুলতানা প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এছাড়া প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জ ডিআইজি জনাব, মঈনুল হক বিপিএম(বার), পিপিএম; পুলিশ সুপার, খুলনাজনাব মোহাম্মদ মাহবুব হাসান; অধিনায়ক, র্যাব-৬, খুলনা লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, বিএসপি,পিএসসি-সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।