লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষ্মপাড়া করাতী বাড়িতে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সানোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। তিনি স্থানীয় সোনালী লাইফ ইনসুরেন্সে কর্মরত ছিলেন। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতের স্ত্রী তন্নী অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধের জেরে চাচা কামালের আঘাতে সানোয়ার ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামালের দুই ছেলে, রাকিব ও রাহাতকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
প্রিন্ট