গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

- আপডেট টাইম : ০৮:০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৫৬ ১৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৬ শে মার্চ মহান জাতীয় স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শারীরিক কসরত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬শে মার্চ সকাল ১১ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ৩২ গাইবান্ধা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার ৮ লক্ষ মানুষের প্রাণপ্রিয় অভিভাবক বাংলাদেশ আওয়ামিলীগ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, ৯০দশকের তুখর ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামিলীগ গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জননেতা মোকাদ্দেস আলী প্রধান (বাদু),উপজেলা গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব ইজার উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিভিন্ন স্কুলের কচিকাচা শিক্ষাথীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন কুচকাওয়াজ বা শারীরিক কসরতে অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার (ক্রেস) বিতরণ করে।