কসবায় গাঁজার ট্রাকসহ ৩ জন গ্রেফতার
- আপডেট টাইম : ০২:২৭:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ১৮৭ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫৩ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার লেশিয়ারা গ্রামের ঈদন মিয়ার ছেলে রাসেল (২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের বকুল ঢালীর ছেলে মুন্ন ঢালী (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এর নেতৃত্বে এসআই মো. খায়রুল ইসলাম, এএসআই মো. মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ কসবা উপজেলার ৫নং বিনাউটি ইউনিয়নের কসবা-সৈয়দাবাদ রোডের জনৈক রুবেল মিযার মুরগীর খামারের পূর্ব পাশের রাস্তায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ মালবাহী ১ ট্রাকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা উল্লেখিত স্থান থেকে ৫৩ কেজি গাঁজা, ১টি ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।