বিদেশে জমি ইজারা নিয়ে খাদ্য উৎপাদনের পরিকল্পনা করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট টাইম : ০৫:০১:৪৫ অপরাহ্ণ, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৭২ ৫০০০.০ বার পাঠক
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথসভায় দলের নেতাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতে কৃষিজমি খোঁজা হচ্ছে। এসব দেশে প্রায় সারা বছরই ফসল ফলানোর উপযোগী আবহাওয়া থাকে। আবার বাংলাদেশ থেকে দূরত্ব কম হওয়ায় অল্প সময়ের মধ্যে সেখান থেকে ফসল নিয়ে আসা সম্ভব।
প্রধানমন্ত্রী দলের নেতাদের জানান, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে যেসব রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে তাঁরা সবাই বলেছেন, ২০২৩ সাল সারা বিশ্বের জন্য খাদ্যাভাবের বছর হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগামী বছর বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। বাংলাদেশেও বড় ধরনের খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিতে পারে। এ বিপর্যয় মোকাবেলায় এখন থেকেই বাংলাদেশকে প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
#SheikhHasina #Bangladesh