ঠাকুরগাঁওয়ে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

- আপডেট টাইম : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৯৫ ৫০০০.০ বার পাঠক
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের সভাপতি সৈয়দ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল হালিম, আইনজীবী ফোরামের সহ সভাপতি অ্যাড. মহসিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ইব্রাহিম, সাবেক সাধারন সম্পাদক অ্যাড. গোলাম রব্বানি। সমাবেশ সঞ্চালনা করেন আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. এনতাজুল হক। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে এবং তিনি আবারো স্ট্রোক করায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ না করা হলে রাস্তায় নামবে আইনজীবীরা।