ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুমের মামলায় হাসিনা-কামালসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ Logo জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি Logo ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব Logo আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম Logo আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি Logo চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা Logo ভোটের গাড়ির যাত্রা শুরুর উদ্বোধনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ Logo যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা Logo এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি Logo একের পর হামলা-হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন?

রুয়েটে উদযাপিত জুলাই আন্দোলন দিবস: জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শ্রদ্ধা, ভাবগম্ভীরতা ও নানা সচেতনতামূলক আয়োজনে পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”।

মঙ্গলবার, ৫ আগস্ট দিনব্যাপী আয়োজনে স্মরণ করা হয় ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের সাহসী অধ্যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

দিনের শুরু হয় সকাল ১০টায় বিজয় র‌্যালির মাধ্যমে। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে শেষ হয়।

পরে সকাল ১০টা ৪৫ মিনিটে উপাচার্য “জুলাই স্মৃতিস্তম্ভ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আবেগঘন এই মুহূর্তে উপস্থিত সকলে আন্দোলনের চেতনাকে অন্তরে ধারণ করার অঙ্গীকার করেন। বক্তারা আশা প্রকাশ করেন, স্মৃতিস্তম্ভটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সকাল ১১টা ১৫ মিনিটে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলন আমাদের শেখায় কীভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য ছাত্রসমাজ নেতৃত্ব দিতে পারে।”

আলোচনার পর “স্মৃতিস্তম্ভ ডিজাইন প্রতিযোগিতা” এবং “কেন্দ্রীয় পুকুর ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা”-র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দুপুর ১টায় এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে রুয়েট ক্যাম্পাস সাজানো হয় নতুন সাজে। আন্দোলনের স্মৃতি আর চেতনায় আলোকিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুমের মামলায় হাসিনা-কামালসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ

রুয়েটে উদযাপিত জুলাই আন্দোলন দিবস: জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট সময় ০৯:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শ্রদ্ধা, ভাবগম্ভীরতা ও নানা সচেতনতামূলক আয়োজনে পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”।

মঙ্গলবার, ৫ আগস্ট দিনব্যাপী আয়োজনে স্মরণ করা হয় ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের সাহসী অধ্যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

দিনের শুরু হয় সকাল ১০টায় বিজয় র‌্যালির মাধ্যমে। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে শেষ হয়।

পরে সকাল ১০টা ৪৫ মিনিটে উপাচার্য “জুলাই স্মৃতিস্তম্ভ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আবেগঘন এই মুহূর্তে উপস্থিত সকলে আন্দোলনের চেতনাকে অন্তরে ধারণ করার অঙ্গীকার করেন। বক্তারা আশা প্রকাশ করেন, স্মৃতিস্তম্ভটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সকাল ১১টা ১৫ মিনিটে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলন আমাদের শেখায় কীভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য ছাত্রসমাজ নেতৃত্ব দিতে পারে।”

আলোচনার পর “স্মৃতিস্তম্ভ ডিজাইন প্রতিযোগিতা” এবং “কেন্দ্রীয় পুকুর ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা”-র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দুপুর ১টায় এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে রুয়েট ক্যাম্পাস সাজানো হয় নতুন সাজে। আন্দোলনের স্মৃতি আর চেতনায় আলোকিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।


প্রিন্ট