“যথাযথ র্মযাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোংলায় বিজয় দিবস ২০২১ পালিত

- আপডেট টাইম : ০১:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ২৫৫ ১৫০০০.০ বার পাঠক
মোংলা প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২১ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উযাপন করে মোংলা গৌর – নিতাই যাএা শিল্পি ইউনিট। মোংলার ৩নং সোনাইলতলা ইউনিয়ন এর ৯ নং ওর্য়াড জয়খাঁ মিষ্টি পুকুর সাইক্লোন সেল্টারে মহান বিজয় দিবস এর সুবর্ণজয়ন্তি ১৬ ডিসেম্বর, ২০২১ উপলক্ষে অন্যান্য সংগঠনের পাশপাশি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসের সূচনা করে তারা। এলাকায় রঙিন পতাকা এবং আলোক সজ্জা দ্বারা সুশোভিত করা হয়। সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বাদ ফজর স্বাধিনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সকালে স্মৃতি সৌধে পুষ্পক অর্পণ করেন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করেন তারা। পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন নিতাই যাএা শিল্পি ইউনিট। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাইলতলা ইউনিয়ন সভাপতি সরদার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক বাবু রনজিত মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হামিদ শেখ, ০৯নং ওর্য়াড সভাপতি হবিরব বৈরাগী, মহিলা সভানেএী ফুলমালা মন্ডল. বিশিষ্ট সমাজ সেবক বাবু কাক্তিক চন্দ্র ঢালী, বাবু প্রমত্ত মন্ডল, ৯নং ওর্য়াড যুবলীগের সভাপতি বাবু প্রনয় মন্ডল, চাঁদপাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু বিজয় মজুমদার, শিক্ষক প্রসেন জিৎ বিশ্বাস, কল্লল মজুমদার , অখিল মালাকার সহ অন্যান্যরা উস্থিত ছিলেন।