ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ Logo ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেফতার Logo উদীচী ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোস্ঠী মঠবাড়ীয়া শাখা Logo তারেক রহমানের  আসার উপলক্ষে ভৈরবে বিএনপির আনন্দ র‍্যালি Logo দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা Logo বলিউডের ১২ হাজার কোটির বছর: শীর্ষ ১০ সিনেমায় বক্স অফিস রেকর্ড Logo এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডা. তাসনিম জারা Logo কপাল পুড়ল’ রুমিন ফারহানার, জুনায়েদকে সমর্থন বিএনপির Logo একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন Logo পাবনার বাজারে বিক্রি হওয়া দুধে মিলল ডিটারজেন্ট

ক্রিকেট-কূটনীতিতে ব্যর্থ বিসিবি, দারুণ সুযোগ হারাল বাংলাদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১৭১ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে টি ২০ সংস্করণের এবারের এশিয়া কাপ। তার আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি ২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। ফাইনালসহ সিরিজের সাতটি ম্যাচই হবে শারজায়। এশিয়া কাপের আগে প্রস্তুতির ভালো একটি মঞ্চ হবে সিরিজটি।

ক্রিকেট-কূটনীতিতে দক্ষতার পরিচয় দিলে বাংলাদেশও হয়তো এই সিরিজের অংশ হতে পারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

নাকভির অনুরোধে ভারতের রোষে পড়ার ঝুঁকি নিয়ে সম্প্রতি ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এশিয়া কাপের আদর্শ প্রস্তুতির ব্যাপারটি মাথায় থাকলে তখন নাকভির কাছে প্রতিদান চাইলে নিশ্চিতভাবেই বাংলাদেশের অনুরোধে সাড়া দিতেন তিনি। কিন্তু বিসিবি সেই পথে না হেঁটে এশিয়া কাপের প্রস্তুতির জন্য দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে ব্যস্ত।

এশিয়া কাপের আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। স্বাগতিকদের যুক্ত করে সেটাই এখন হবে ত্রিদেশীয় সিরিজ। বিসিবি সময় মতো উদ্যোগ নিলে আরব আমিরাতের বদলে সিরিজের তৃতীয় দল হতে পারত বাংলাদেশ। সেক্ষেত্রে এশিয়া কাপের আগে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অন্তত দুটি করে ম্যাচ খেলে আমিরাতের কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন লিটন দাসরা। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে খেলে যা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে বিসিবি দূরদৃষ্টির পরিচয় দেবে, এই প্রত্যাশা ছিল ক্রিকেট সংশ্লিষ্টদের।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা এই সিরিজ নিয়ে আলোচনা শুরুর আগেই সব চূড়ান্ত হয়ে যায়। ফলে তখন আর কিছু করার ছিল না আমাদের।’

বিসিবি বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান ক্রিকেট এশিয়া কাপ


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ক্রিকেট-কূটনীতিতে ব্যর্থ বিসিবি, দারুণ সুযোগ হারাল বাংলাদেশ

আপডেট সময় ০১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে টি ২০ সংস্করণের এবারের এশিয়া কাপ। তার আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি ২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। ফাইনালসহ সিরিজের সাতটি ম্যাচই হবে শারজায়। এশিয়া কাপের আগে প্রস্তুতির ভালো একটি মঞ্চ হবে সিরিজটি।

ক্রিকেট-কূটনীতিতে দক্ষতার পরিচয় দিলে বাংলাদেশও হয়তো এই সিরিজের অংশ হতে পারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

নাকভির অনুরোধে ভারতের রোষে পড়ার ঝুঁকি নিয়ে সম্প্রতি ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এশিয়া কাপের আদর্শ প্রস্তুতির ব্যাপারটি মাথায় থাকলে তখন নাকভির কাছে প্রতিদান চাইলে নিশ্চিতভাবেই বাংলাদেশের অনুরোধে সাড়া দিতেন তিনি। কিন্তু বিসিবি সেই পথে না হেঁটে এশিয়া কাপের প্রস্তুতির জন্য দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে ব্যস্ত।

এশিয়া কাপের আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। স্বাগতিকদের যুক্ত করে সেটাই এখন হবে ত্রিদেশীয় সিরিজ। বিসিবি সময় মতো উদ্যোগ নিলে আরব আমিরাতের বদলে সিরিজের তৃতীয় দল হতে পারত বাংলাদেশ। সেক্ষেত্রে এশিয়া কাপের আগে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অন্তত দুটি করে ম্যাচ খেলে আমিরাতের কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন লিটন দাসরা। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে খেলে যা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে বিসিবি দূরদৃষ্টির পরিচয় দেবে, এই প্রত্যাশা ছিল ক্রিকেট সংশ্লিষ্টদের।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা এই সিরিজ নিয়ে আলোচনা শুরুর আগেই সব চূড়ান্ত হয়ে যায়। ফলে তখন আর কিছু করার ছিল না আমাদের।’

বিসিবি বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান ক্রিকেট এশিয়া কাপ


প্রিন্ট