ফলো করুন
আদালত অবমাননার একটি মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৮ সালে আদালতের রায়ের পরও বাদীকে তার জমি বুঝিয়ে না দেওয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি উল্লেখিতদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন। রায়ে বাদীকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের রায় উপেক্ষা করে ওই জমি বুঝিয়ে দেওয়া হয়নি। পরে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আদালত রোববার রায় ঘোষণা করেন।
প্রিন্ট
																			
																সিলেট অফিস								 




















