রৌমারীতে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বিজিবি

- আপডেট টাইম : ০১:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ২৫২ ১৫০০০.০ বার পাঠক
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রামের রৌমারীতে মো. জাকির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ৪ বোতল অফিসার চয়েস ভারতীয় মদসহ আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নটানপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জাকির হোসেন (৪২) সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবির রৌমারী বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আহাদ জানান, আমরা ৫ সদস্যে একটি দল নিয়মিত টহলে ছিলাম এসময় উপজেলার নটানপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্দেহজনক চলাফেরা করছিল এক ব্যক্তি। পরে তার শরির তল্লাসি করে ৪ বোতল ভারতীয় মদ পাওয়া গেলে তাকে আটক করা হয়।
এব্যপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লেঃ কর্নেল মো. মুনতাসির মামুন বলেন, আটককৃত ব্যক্তিকে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি টহল জোরদার আছে। মাদক কারবারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।