ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন Logo প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু Logo জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা: ড. ইউনূস Logo জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার Logo আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না Logo মহম্মদপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত Logo কর্ণফুলী-আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত Logo ড্রিম এলাইভ ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন Logo মহান বিজয় দিবসে কোস্টগার্ড ঘাঁটি দিগরাজে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান Logo ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তরুণদের স্মার্টফোন পছন্দে স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস থেকে ক্যাফে যাতায়াত—এই পরিবর্তিত দৈনন্দিন অভ্যাস তরুণদের স্মার্টফোন নির্বাচনে নতুন ধরণ তৈরি করছে। বিক্রেতারা জানাচ্ছেন, এখনকার শিক্ষার্থী ও তরুণ ব্যবহারকারীরা ফোন কিনতে গিয়ে স্লিম ডিজাইন, আরামদায়ক হ্যান্ড-ফিল, নির্ভরযোগ্য ব্যাটারি এবং সামগ্রিক স্টাইল—এই চারটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ক্লাসরুমের বাইরে কাটান। গ্রুপ প্রজেক্ট, ছাদে মিলনমেলা, ছবি তোলা, ভিডিও শুটিং বা কফিশপে পড়াশোনা—পুরো দিনজুড়ে স্মার্টফোনই তাদের মূল সঙ্গী। তাই ডিভাইসের ওজন ও আরাম এখন গুরুত্বপূর্ণ বিবেচনায় পরিণত হয়েছে।

এই চাহিদার মাঝেই নজর কাড়ছে তরুণদের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের হট ৬০ প্রো+। বিশেষ করে এর দামের মধ্যে সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ডিসপ্লে, যা হাতে নিলে প্রিমিয়াম অনুভূতি দেয়। ডিভাইসটির জেন-জি অনুপ্রাণিত রঙ এবং ৫০মেগাপিক্সেলের সনি আইএমএক্স সেন্সর সমৃদ্ধ ক্যামেরা ইউনিট তরুণ ক্রেতাদের কাছে আকর্ষণীয় হচ্ছে—অনেকেই এই ফোনকে দৈনন্দিন স্টাইলের অংশ হিসেবেও বিবেচনা করছেন।

ব্যাটারির বিষয়টিও এখন বড় সিদ্ধান্তকারী উপাদান। শিক্ষার্থীরা সকালে বের হয়ে রাতে ফেরেন, আর দিনজুড়ে ফোনের ওপরই নির্ভর করতে হয়। হট ৬০ প্রো+ ৫১৬০মিলিঅ্যাম্পেয়ার ব্যাটারি এবং ১৫৫ গ্রাম হালকা বডি—এই দুই বৈশিষ্ট্য ডিভাইসটিকে সারাদিনের ব্যবহারের জন্য উপযোগী করে তুলছে। এর নিরাপদ চার্জিং সুবিধাও ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে।

ছাদের আড্ডা ও সন্ধ্যার সময়ে ছবি তোলার অভ্যাস বাড়ায় ডিজাইন ও ক্যামেরা বিন্যাসকেও গুরুত্ব দিচ্ছেন ব্যবহারকারীরা। স্লিম গ্রিপ, কার্ভড এজ এবং ক্যামেরার সামগ্রিক বিন্যাসের কারণে হট ৬০ প্রো+ তুলনার সময় অনেকের প্রথম পছন্দে আসছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।

টেক বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের এই পরিবর্তিত লাইফস্টাইল স্মার্টফোন বাজারে নতুন চাহিদা সৃষ্টি করছে। আগামীতে ডিজাইন, টেকসই কাঠামো, আরামদায়ক ব্যবহার ও দীর্ঘসময় ব্যাটারি—এই চারটি দিককে কেন্দ্র করে ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতা আরও বাড়বে।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন

তরুণদের স্মার্টফোন পছন্দে স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

আপডেট সময় ০৬:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস থেকে ক্যাফে যাতায়াত—এই পরিবর্তিত দৈনন্দিন অভ্যাস তরুণদের স্মার্টফোন নির্বাচনে নতুন ধরণ তৈরি করছে। বিক্রেতারা জানাচ্ছেন, এখনকার শিক্ষার্থী ও তরুণ ব্যবহারকারীরা ফোন কিনতে গিয়ে স্লিম ডিজাইন, আরামদায়ক হ্যান্ড-ফিল, নির্ভরযোগ্য ব্যাটারি এবং সামগ্রিক স্টাইল—এই চারটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ক্লাসরুমের বাইরে কাটান। গ্রুপ প্রজেক্ট, ছাদে মিলনমেলা, ছবি তোলা, ভিডিও শুটিং বা কফিশপে পড়াশোনা—পুরো দিনজুড়ে স্মার্টফোনই তাদের মূল সঙ্গী। তাই ডিভাইসের ওজন ও আরাম এখন গুরুত্বপূর্ণ বিবেচনায় পরিণত হয়েছে।

এই চাহিদার মাঝেই নজর কাড়ছে তরুণদের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের হট ৬০ প্রো+। বিশেষ করে এর দামের মধ্যে সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ডিসপ্লে, যা হাতে নিলে প্রিমিয়াম অনুভূতি দেয়। ডিভাইসটির জেন-জি অনুপ্রাণিত রঙ এবং ৫০মেগাপিক্সেলের সনি আইএমএক্স সেন্সর সমৃদ্ধ ক্যামেরা ইউনিট তরুণ ক্রেতাদের কাছে আকর্ষণীয় হচ্ছে—অনেকেই এই ফোনকে দৈনন্দিন স্টাইলের অংশ হিসেবেও বিবেচনা করছেন।

ব্যাটারির বিষয়টিও এখন বড় সিদ্ধান্তকারী উপাদান। শিক্ষার্থীরা সকালে বের হয়ে রাতে ফেরেন, আর দিনজুড়ে ফোনের ওপরই নির্ভর করতে হয়। হট ৬০ প্রো+ ৫১৬০মিলিঅ্যাম্পেয়ার ব্যাটারি এবং ১৫৫ গ্রাম হালকা বডি—এই দুই বৈশিষ্ট্য ডিভাইসটিকে সারাদিনের ব্যবহারের জন্য উপযোগী করে তুলছে। এর নিরাপদ চার্জিং সুবিধাও ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে।

ছাদের আড্ডা ও সন্ধ্যার সময়ে ছবি তোলার অভ্যাস বাড়ায় ডিজাইন ও ক্যামেরা বিন্যাসকেও গুরুত্ব দিচ্ছেন ব্যবহারকারীরা। স্লিম গ্রিপ, কার্ভড এজ এবং ক্যামেরার সামগ্রিক বিন্যাসের কারণে হট ৬০ প্রো+ তুলনার সময় অনেকের প্রথম পছন্দে আসছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।

টেক বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের এই পরিবর্তিত লাইফস্টাইল স্মার্টফোন বাজারে নতুন চাহিদা সৃষ্টি করছে। আগামীতে ডিজাইন, টেকসই কাঠামো, আরামদায়ক ব্যবহার ও দীর্ঘসময় ব্যাটারি—এই চারটি দিককে কেন্দ্র করে ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতা আরও বাড়বে।


প্রিন্ট