পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত স্বামীকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার নৌবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সজিব।
শনিবার দুপুরে তাকে এই কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।
আদালত সূত্রে জানা গেছে, স্ত্রী আকলিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন মাদকাসক্ত সজিব।
স্বামীর নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী ওই নারী গত শুক্রবার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে ঘটনার তদন্তে যান থানার এসআই হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স। সেখানে গিয়ে দেখেন ঘরের মধ্যে সজিব ইয়াবা সেবন করছে। এ সময় পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত সজিবকে নগদ এক হাজার টাকা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার আমার দেশকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিবকে এক হাজার টাকা অর্থদণ্ড ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,দণ্ডপ্রাপ্ত সজিবকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট