ভৈরবে ৩৮ কেজি গাজাঁসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-১৪ । গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত সুনীল নাথের পুত্র মোঃ আবুল হাসান ওরফে প্রান্থনাথ (২৭) সুধন মিয়ার কন্যা খাদিজা বেগম (৩৭) এবং নওগা জেলার ধামুইরহাট উপজেলার মোড়োলো আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (৩৫) । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে । র্যাবের মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালিয়ে যাত্রী বাহি বাসের সিটের নীচ থেকে অভিনব কায়দায় রাখা ৩৮ কেজি গাজাঁ উদ্ধার করে জব্দ করা হয় । এ সময় ওই ৩ জনকে আটক করা হয় । এছাড়া ও তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ১শ ৪০ টাকা জব্দ করা হয় । পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে ।চেতনায় মানবতার বাতিঘর উক্ত অভিযান সফল করায় র্যাব-১৪ কে অভিনন্দন জানিয়েছেন।
প্রিন্ট