ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পথ সভায় বিএনপির মনোনীত মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহম্মদপুর আমার জন্মভূমি, জন্মভূমির সাথে আমি কখনও বেইমানি করিনি, করবোও না। “আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যদি বিজয়ী করেন, তবে আমি কোন বেইমানি করব না, আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এই নহাটা একটি অবহেলিত অঞ্চল, আমি এই অঞ্চলের প্রভূত উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানকল্পে যাবতীয় কর্মসূচী গ্রহণ করব। মধুমতি নদী, নবগঙ্গা, সুধনালা খাল খনন করে এলাকার উন্নয়নে কাজ করে যাব”।
তিনি আরও বলেন,”এই ধানের শীষ ধরে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে আমি আর নির্বাচন করব না।এটায় আমার শেষ নির্বাচন। বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। আমি নির্বাচিত হয়ে এমপি, মন্ত্রী হলে আপনাদের এলাকার উন্নয়নে নিরলস কাজ করব।এই অবহেলিত অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে”।
নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বাবলু মোল্যার সভাপতিত্বে এ সময় মঞ্চে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মাগুরা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ড. এম এম রইস উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শিপন বিশ্বাস, আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল প্রমূখ।
প্রিন্ট
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : 



















