পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ৫ জুলাই শনিবার দুপুরে জাকির হোসেন নিজাম নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র সহ আটক করেছেন।
জাকির হোসেন মঠবাড়িয়া, উপজেলার ১০ নং হলতা, গুলি শাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
উপজেলা যুবদলের সদস্য ও স্থানীয় বাসিন্দা আমানুল্লাহ আমান জানান, জাকির হোসেন নিজাম বিগত ১৫ বছর ধরে এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর নির্যাতন চালিয়ে আসছিল। তার ইঙ্গিতে বিভিন্ন নেতাকর্মীর নামে একাধিক মামলা হয়েছে। জুলাই আন্দোলনে ঢাকাতে গিয়েও ছাত্রদের উপর তিনি নির্যাতন চালিয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন আজ ৫ জুলাই শনিবার সকালে পূর্ব বিরোধের জেরে আমার উপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া দিলে এলাকাবাসী প্রতিহত করে। পরে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাকে আটক করে।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউপি সদস্য জাকির হোসেন নিজামকে জনতার সহায়তায় বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
প্রিন্ট