ছবি: সংগৃহীত
ভারতের বিশ্বকাপ জয়ী নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে হঠাৎই স্থগিত হয়ে গেছে। গত রোববারই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মান্ধানা হবু বর পলাশও হাসপাতালে ভর্তি হয়। এতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিয়ে অনুষ্ঠান।
এমন বাজের সময়ের মধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে দেন স্মৃতি মান্ধানা। এতে বিস্ময় প্রকাশ করেন তার ভক্তরা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কিছু চ্যাটের স্ক্রিনশট। যেখানে এক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।
ADVERTISEMENT
Tech stock video 3 5Feb25Tech stock video 3 5Feb25
স্ক্রিনশটে দেখা যায় ম্যারি ডি’কোস্তা নামে এক নারী ও পলাশের কথোপকথন। ওই নারীই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ সব স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে পলাশকে তার রূপের প্রশংসা করতে দেখা গিয়েছে। এছাড়া ম্যারি ডি’কোস্তার সঙ্গে দেখা করতে য় সাঁতারও কাটতে চান পলাশ।
ম্যারি ডি’কোস্তা স্মৃতি মান্ধানারর সঙ্গে পলাশের সম্পর্ক নিয়ে জানতে চান। তখন পলাশ জানান, তাদের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। স্মৃতি ক্রিকেট খেলতে দেশের বাইরে থাকার কারণে তিন বা পাঁচ মাসে একবার দেখা হতো তাদের।
চ্যাটের স্ক্রিনশটগুলোর সত্যতা যাচাই করা যায়নি বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে এই স্ক্রিনশট ভাইরাল হওয়া, তার আগে স্মৃতির বাবার অসুস্থ হওয়া ও বিয়ে পিছিয়ে দেওয়াকে এক সূত্রে দেখছেন নেটিজেনরা। এতে তাদের বিয়ে
তাদের দাবি, পলাশের প্রতারণার বিষয়টি মান্ধানা আগেই ধরে ফেলেছেন। আর সেই কারণেই বিয়ে পিছিয়ে দিতে স্মৃতির বাবার শরীর খারাপ হয় এবং স্মৃতি বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এতে করে তাদের বিয়ে ভাঙার পথে বলে মনে করছেন নেটিজেনরা।
প্রিন্ট
খেলার খাবার 




















