মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) মহোদয়ের সভাপতিত্বে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীগণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের বিষয় নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।
সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন অগ্নিসংযোগ প্রদানকারীরা দেশ ও জাতির শত্রু। অগ্নি সন্ত্রাস প্রতিরোধের জন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানভীর সিরাজ সহ সদস্যবৃন্দ।
প্রিন্ট
গাজীপুর জেলা সংবাদদাতা 




















