৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার,ভৈরব জেলা বাস্তবায়ন কর্মসুচীর অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা- সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে ছাত্র – জনতা। মহাসড়কের ১ পাশ বন্ধ রেখে নামাজ আদায় করায় অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিলো । তবে ঢাকাগামী সব ধরনের যানচলাচল ২০ মিনিট বন্ধ ছিলো । এতে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়ে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে বিপুল পরিমাণ পুলিশী টহল জোরদার করা হয় । এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহ পাক যেন কবুল করেন, সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে জুম্মার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তি পূর্ণ কমর্মসুচী অব্যাহত থাকবে ।
প্রিন্ট
																			
																মোঃ জামাল উদ্দিন স্টাফ রিপোটার ভৈরব কিশোর গঞ্জ জেলা								 




















