বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে গাছ রোপণ ও স্মৃতিসৌধ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান রিপন, উপজেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ শামীম হোসেন মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা মোঃ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবনেতা ইঞ্জি. মোঃ আলমগীর হোসাইন, জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক নেতা মোঃ রানা আহমেদ দুলু, পৌর জিয়া সাইবার ফোর্সের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবনেতা মোঃ মামুন হোসেন, পৌর জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ মিলন হোসেন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কার, পৌর জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক মোঃ সোহাগসহ যুবনেতা শরিফ, রবিউল, মাসুদ, রোকন, সেলিম, ইমরান প্রমুখ।
স্থানীয় নেতারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি তরুণ সমাজকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
প্রিন্ট
মো: আরিফুল ইসলাম (পাবনা) জেলা প্রতিনিধি: 



















