আসন্ন শীতকালীন শুকনো মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ব্যাপক গণসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে সারাবো (কাশিমপুর) মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাজীপুর।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কাশিমপুরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” স্লোগানকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের হাতীমারা কলেজ সংলগ্ন এলাকা এবং ১ নং ওয়ার্ডের জিরানি বাজারে এই প্রশিক্ষণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
ফায়ার সার্ভিস মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী“নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” আয়োজিত এ কর্মসূচিতে অগ্নি-দুর্ঘটনার কারণ, প্রতিরোধের উপায়, জরুরি মুহূর্তে করণীয় এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে জন সাধারণকে প্রশিক্ষণ দেওয়া হয়।
গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্তাবধানে সারাবো(কাশিমপুর)মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন এর নেতৃত্বে এই গনসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মো: তাশারফ হোসেন জন সাধারণের উদ্যেশ্যে বলেন,
প্রতিবছর শীতকালে শুকনো আবহাওয়া ও অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।”প্রতিরোধই সেরা অগ্নিনির্বাপণ”এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস মাঠে নেমেছে জনগণের পাশে, নিরাপদ গাজীপুর গড়ার প্রত্যয়ে।আগুন লাগার আগে জনগণ জানুক কীভাবে তা প্রতিরোধ করা যায়। এই উদ্দেশ্যে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
তাশারফ হোসেন আরও বলেন, গাজীপুরে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে,ফেমাস কেমিক্যাল গোডাউন, একাধিক পোশাক কারখানা, কাঁচাবাজার, রেস্টুরেন্ট এবং ঝুট গোডাউনে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব দুর্ঘটনা প্রমাণ করে, সচেতনতা এখন সময়ের দাবি।
স্থানীয় ব্যবসায়ী মো: নজরুল ইসলাম বলেন, আমরা অনেকেই জানি না অগ্নিনির্বাপণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয়। আজকের প্রশিক্ষণটা আমাদের চোখ খুলে দিয়েছে।
প্রিন্ট