১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার,
দেশের ৬৫ তম  ভৈরব জেলা বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  হয়েছে । আজ মঙ্গলবার  দুপুরে ভৈরবের সর্বস্তরের জনতা ব্যানারের আয়োজনে  ঢাকা- সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে  ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী  পালন করে। এ সময়  মানব বন্ধনে বক্তব্য রাখেন   সমাজ সেবক এন কে সোহেল, গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব চেম্বার অব কমার্সের পরিচালক আরাফাত ভুইয়া, সাইফুর রহমান শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা বলেন,  জেলা হিসেবে২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও অধ্যাবধি জেলা বাস্তবায়ন  হয়নি।   বর্তমান অন্তবর্তী সরকার জেলা বাস্তবায়ন না করলে কঠোর কর্মসুচী দেয়া হবে।
প্রিন্ট
																			
																মোঃ জামাল উদ্দিন স্টাফ রিপোর্টার ভৈরব কিশোরগঞ্জ জেলা।								 




















