বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া বিবিসি বাংলার বিশেষ সাক্ষাৎকারটি ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং জিয়া সাইবার ফোর্সসহ অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে প্রদর্শন করা হয়েছে।
রবিবার রাতে ভাঙ্গুড়া ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের সুস্পষ্ট দিকনির্দেশনা উঠে এসেছে। তাঁরা বলেন, “দেশনেতার এই বক্তব্য আমাদের আন্দোলনে নতুন প্রেরণা জোগাবে।”
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আস্থা ও ঐক্যের বার্তা দেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
শেষে দলীয় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
প্রিন্ট