সিরাজগঞ্জ তাড়াশে ১নং তালম ইউনিয়ন পরিষদে ২৫শে সেপ্টেম্বর ২০২৫ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ভিজিডি (ভিডব্লিবি কর্মসূচির ৩০কেজি করে চাউল বিতরণ করা হয়
সেখানে কিছু অসাধু ব্যবসায়ীরা ভুক্তভোগীদের কাছ থেকে টাকার লোভ দেখিয়ে চাউল কিনে নেয় আরো বলে এই চাউল খাইতে পারবেন না তাই আমাদের কাছে বিক্রি করে দেন
মাত্র ১০০০ টাকার বিনিময়ে ৩০ কেজি ওজনের এক বস্তা চাউল বিক্রি করে চলে যায় ভুক্তভোগীরা
এ বিষয়ে জানা যায় প্রতি মাসেই এই অসাধু ব্যবসায়ীরা এসে মেয়েদের টাকার লোভ দেখিয়ে এবং মিথ্যা ধোঁকা দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে চাউল কিনে নিয়ে চলে যায়
এই বিষয়ে ১নং তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন মাষ্টার বলেছেন গরিব দুঃখী মানুষের জন্য এই চাউল
এই চাউল কেনা বেচার পক্ষ বাদি আমি না আরো বলেন চাউল কেনা বেচার এই বিষয়টি দেখার জন্য তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার সকল প্রশাসন কে বিশেষ ভাবে অনুরোধ করছি
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান মুঠো ফোনে বলে এই ভিডব্লবি কার্ড গরিব অসহায় মানুষের জন্য এই কার্ড দেওয়া হয়েছে ৩০ কেজি করে চাউল প্রতি মাসে তাদেরকে দেওয়া হয় এই চাউল কেনাবেচার কোন অপশন নেই এইটা দণ্ডনীয় অপরাধ আমরা এ বিষয়টি দেখছি
প্রিন্ট