ওমর ফারুক : মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ এর বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবববন্ধনে বক্তারা বলেন- একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশের সুনাম ক্ষুন্ন করতে অপচেষ্টা চালাচ্ছে। যা অত্যন্ত ন্যক্কারজনক ও মানহানিকর। যদি কোনো অনিয়ম থেকে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখবে। কিন্তু তথ্য প্রমাণ ছাড়াই এমন ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গর্হিত মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশকে নিয়ে মিথ্যা ও অশোভন মন্তব্য করা হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কোনো প্রকার প্রমাণ ছাড়া একজন ব্যক্তি কেবল মানহানির উদ্দেশ্যে এমন আচরণ করতে পারেন না। যদি প্রকৃতপক্ষে কোনো সমস্যা থাকে, তাহলে উর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে এমন অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসারে কাছে স্বারক লিপি দেন মোংলা প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা।
এসময় সহকারী শিক্ষক মো: বায়জিদ হোসেন, মোংলা শিক্ষক সমিতির সভাপতি মো: ফারুক হোসেন, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, আসমা খাতুন, সহকারী শিক্ষক সুলতা কবিরাজসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট