ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুমের মামলায় হাসিনা-কামালসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ Logo জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি Logo ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব Logo আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম Logo আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি Logo চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা Logo ভোটের গাড়ির যাত্রা শুরুর উদ্বোধনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ Logo যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা Logo এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি Logo একের পর হামলা-হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন?

উত্তর পতেঙ্গায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা:জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের ঘোষণা ইসরাফিল খসরুর

চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গায় বিএনপি নেতা ইসরাফিল খসরুর উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন হয়েছে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পতেঙ্গা-বন্দর-ইপিজেড এলাকায় একটি আধুনিক ১ হাজার শয্যার জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের স্টিল মিলস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন,
“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী এলাকায় প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনজুর কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডা. মো. নূরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, শ্রমিক নেতা মো. শাহাবুদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল, মহিলা দল ও জাসাস নেতাকর্মীরা।

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব চিটাগাং গোল্ডেন সিটি ও লিও ক্লাব অব গোল্ডেন সিটি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া প্রায় ৩০০ জন রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ ও প্রেসক্রিপশন বিতরণ করা হয়।

ইসরাফিল খসরু জানান, শুধু উত্তর পতেঙ্গায় নয়—নগরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ধাপে ধাপে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুমের মামলায় হাসিনা-কামালসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ

উত্তর পতেঙ্গায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা:জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের ঘোষণা ইসরাফিল খসরুর

আপডেট সময় ০৪:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গায় বিএনপি নেতা ইসরাফিল খসরুর উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন হয়েছে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পতেঙ্গা-বন্দর-ইপিজেড এলাকায় একটি আধুনিক ১ হাজার শয্যার জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের স্টিল মিলস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন,
“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী এলাকায় প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনজুর কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডা. মো. নূরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, শ্রমিক নেতা মো. শাহাবুদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল, মহিলা দল ও জাসাস নেতাকর্মীরা।

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব চিটাগাং গোল্ডেন সিটি ও লিও ক্লাব অব গোল্ডেন সিটি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া প্রায় ৩০০ জন রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ ও প্রেসক্রিপশন বিতরণ করা হয়।

ইসরাফিল খসরু জানান, শুধু উত্তর পতেঙ্গায় নয়—নগরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ধাপে ধাপে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।


প্রিন্ট