ওমর ফারুক : মোংলায় জনতা ব্যাংক মোংলা পোর্ট কম্পাউন্ড শাখার আয়োজনে গ্রাহক সেবা পক্ষ এর আওতায় তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে তরুণদের আর্থিক স্বাক্ষরতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫-০৯-২০২৫ ইং তারিখ সোমবার দুপুর ১২ টায় মোংলা পোর্ট কম্পাউন্ড শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, জনতা ব্যাংক বাগেরহাট এরিয়া উপমহাব্যবস্থাপক অভিমুন্য কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক বাগেরহাট এরিয়া সহকারী মহাব্যবস্থাপক এস, এম, এ সোবহান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোংলা পোর্ট কম্পাউন্ড শাখার ব্যবস্থাপক সুশান্ত কুমার মন্ডল। এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট