১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত(২২) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে কালো রঙের টি শাট ও প্যান্ট পরিহিত । মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য কিশোরগঞ্জ থেকে সিবিআইয়ের একটি টিম কুলিয়ারচরে আসছে। এলাকাবাসীরা জানায়, আজ বুধবার সকালে মরদেহটি কুলিয়ারচরের লক্ষীপুরে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে । নিহতের পরিচয় সনাক্তের জন্য কিশোরগঞ্জ থেকে সিবিআইয়ের একটি টিম আসছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানাযাবে এটি হত্যা কি না। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট