গাজীপুরের কাশিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে ঢাকা টাংগাইল মহাসড়কের জিরানি বাজার এলাকা থেকে দুই জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ই সেপ্টেম্বর রবিবার রাত ১ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
আটক কৃতরা হলেন,
১। মোঃ সুমন আহম্মেদ (১৯), পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা: মোছাঃ কমলা বেগম -বর্তমান: গ্রাম- দক্ষিণ পানিশাইল (জিরানী বাজার শফি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ) , উপজেলা/থানা- কাশিমপুর, জেলা -গাজীপুর, বাংলাদেশ:স্থায়ী: গ্রাম- ভান্ডারা (পার্ট), উপজেলা/থানা- রাণীশংকৈল, জেলা -ঠাকুরগাঁও,
২। মোঃ সাকিব হোসেন (১৮), পিতা- মোঃ শফিকুর, মাতা: মোছাঃ খুশি বেগম -বর্তমান: গ্রাম- উত্তর পানিশাইল (রহিম খানের বাড়ীর ভাড়াটিয়া ) , উপজেলা/থানা- কাশিমপুর, জেলা -গাজীপুর, বাংলাদেশ:স্থায়ী: গ্রাম- সাধনপুর, উপজেলা/থানা- পুঠিয়া, জেলা -রাজশাহী
এ বিষয় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,ডাকাতি প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়েছে, আজ রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে
প্রিন্ট