ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এস আলম থেকে ঘুস নেন সাবেক ডেপুটি গভর্নর মনিরুজ্জামান Logo দুর্ভোগের রাজধানী কারওয়ান বাজারে অব্যবস্থাপনা, নেপথ্যে চাঁদাবাজি মাহমুদা ডলি Logo মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করলো ইরান Logo আতঙ্কে বাঁশখালী প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ প্রতিবেদন চট্টগ্রাম Logo অবশেষে ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামি জোট আলফাজ আনাম Logo আজমিরীগঞ্জে ঐতিহ্যবাহী কালভৈরব মেলায় Logo মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয় Logo এমসিএসকে-তে সাফল্য: ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থীকে সংবর্ধনা Logo জামালপুরে ০৯ জানুয়ারীতে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo মিথ্যা মামলা কড়াটাই যেন তার নেশা অভিযোগ উঠেছে একাধিক এলাকা বাসীর বাদী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া সার্জেন্ট ও তার পরিবারের সবার বিরুদ্ধে….!!

এলপিজির দাম কমলো সেপ্টেম্বর থেকে: ১২ কেজিতে ভোক্তাদের সাশ্রয় ৩ টাকা, অটোগ্যাসেও কমলো লিটারপ্রতি মূল্য!

  • বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় ১০:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।


প্রিন্ট
ট্যাগস :

এস আলম থেকে ঘুস নেন সাবেক ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

এলপিজির দাম কমলো সেপ্টেম্বর থেকে: ১২ কেজিতে ভোক্তাদের সাশ্রয় ৩ টাকা, অটোগ্যাসেও কমলো লিটারপ্রতি মূল্য!

আপডেট সময় ১০:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।


প্রিন্ট