ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ Logo মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত Logo পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo দেশের ধন্যাঢ্য ব্যক্তিরাও প্রতারণার শিকার অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্র Logo দায়িত্ব গ্রহণের পরপরই প্রায় অর্ধশত বদলি বানিজ্য পিএইচডি জালিয়াতি-বদলি বানিজ্য-ঠিকাদারি সিন্ডিকেটের মূলহোতা খালেকুজ্জামান চৌধুরী Logo কাচিঘাটা রেঞ্জে গাছকাটা সিন্ডিকেটের তাণ্ডব রাতে চার–পাঁচশ গাছ উজাড়—বন রক্ষাকারীরাই অভিযুক্ত!** স্থানীয়দের অভিযোগ: “৫ আগস্টের পর এলাকা একেবারে মগের মুল্লুক—বন কেটে লুটে খাচ্ছে সবাই Logo চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত Logo ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Logo প্লট বরাদ্দে দুর্নীতির মামলা জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড Logo তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

এলপিজির দাম কমলো সেপ্টেম্বর থেকে: ১২ কেজিতে ভোক্তাদের সাশ্রয় ৩ টাকা, অটোগ্যাসেও কমলো লিটারপ্রতি মূল্য!

  • বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় ১০:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১১২ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ

এলপিজির দাম কমলো সেপ্টেম্বর থেকে: ১২ কেজিতে ভোক্তাদের সাশ্রয় ৩ টাকা, অটোগ্যাসেও কমলো লিটারপ্রতি মূল্য!

আপডেট সময় ১০:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।


প্রিন্ট