শিক্ষার মানোন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে আলোচনায় এসেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সুদীপ্ত কুমার সিংহ।শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে পরিদর্শন থেকে শুরু করে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া পর্যন্ত নানা উদ্যোগ সর্ব মহলে প্রশংসা কুড়াচ্ছে।ইউএনও নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া,শিক্ষক-শিক্ষিকার কর্মতৎপরতা,উপস্থিতি এবং অবকাঠামোগত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করেন, শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।এছাড়াও, খালে অবৈধ জাল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখছেন।স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষ এসব কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলছেন—“ইউএনও’র উদ্যোগে শুধু শিক্ষা নয়, পুরো উপজেলা জুড়ে শৃঙ্খলা ও উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। অভিভাবকদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে উপজেলার শিক্ষা খাতসহ সার্বিক উন্নয়ন আরও এগিয়ে যাবে।সার্বিকভাবে বলা যায়, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ ইউএনও’র বহুমুখী কার্যক্রম ইতিমধ্যে সর্বমহলে প্রশংসার ঝড় তুলেছে।
প্রিন্ট