ইসরাইলের হামলায় নিহত চার সাংবাদিক। ছবি: আল-জাজিরা
গাজার দক্ষিণাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিনি সাংবাদিকসহ ১৯ জন নিহত হয়েছেন, জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল-জাজিরা জানিয়েছে, সোমবারের এ হামলায় নিহতদের মধ্যে চারজন সাংবাদিক আছেন বলে নিশ্চিত করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।
দপ্তরটি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নাসের হাসপাতালে আরও চারজন সাংবাদিক নিহত হওয়ায় গাজায় শহীদ সাংবাদিকের সংখ্যা ২৪৪ জনে দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়, ওই সাংবাদিকরা শহীদ হন যখন ইসরাইলি দখলদাররা খান ইউনিসের নাসের হাসপাতালে বোমাবর্ষণ করে। ওই সময় সেখানে একদল সাংবাদিক একটি প্রেস কাভারেজ মিশনে ছিলেন। ইসরাইলের এই ভয়ঙ্কর অপরাধে আরও অনেকে শহীদ হয়েছেন। আমরা ইসরাইলি দখলদারদের, মার্কিন প্রশাসন এবং যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো যেসব দেশ এ গণহত্যার অপরাধে অংশ নিচ্ছে তাদের এ জঘন্য অপরাধগুলো সংঘটনের জন্য পুরোপুরি দায়ী বলে মনে করছি।
নাসের হাসপাতালে হামলা থেকে বেঁচে যাওয়া এক সাংবাদিক আল-জাজিরাকে জানিয়েছেন, দুই বছর ধরে চলা যুদ্ধের কারণে তারা বিদ্যুৎ ও ইন্টারনেট থেকে বঞ্চিত, তাই ফিলিস্তিনি সাংবাদিকরা খবর পাঠাতে হাসপাতালের এ পরিষেবাগুলো ব্যবহার করে আসছেন।
তিনি বলেন, আমরা সবসময় আহত ফিলিস্তিনিদের অনুসরণ করছি। জানাজা, দাফন থেকে শুরু করে অপুষ্টির ঘটনাগুলোও হাসপাতাল থেকেই জানতে পারছি ও প্রতিবেদন করছি আমরা।
এ কারণেই ফিলিস্তিনি সাংবাদিকরা গাজার হাসপাতালগুলোকে তাদের শিবিরে পরিণত করেছিলেন। সেখানেই তাদের ওপর হামলা চালানো হলো।
ইসরাইলি বাহিনী প্রথমে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায়। ড্রোনটি নাসের হাসপাতালের ছাদে আঘাত হানে। এতে এক সাংবাদিক নিহত ও কয়েকজন আহত হন।
গাজার দমকল বাহিনী নিহতের মৃতদেহ ও আহতদের উদ্ধার করা শুরু করে আর অন্য সাংবাদিকরাও খবর সংগ্রহে সেখানে ভিড় করেন। সেখানে বেসামরিকরাও ছিল। এ সময় ইসরাইলি বাহিনী একই জায়গায় আবার আঘাত হানে, সেখানে আরেকটি ড্রোন হামলা চালায় তারা।
এতে প্রথম হামলার ঘটনা কাভার করতে থাকা সাংবাদিকদের পাশাপাশি উদ্ধারকাজে রত দমকল কর্মীরাও নিহত হন। নিহতদের মধ্যে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) জন্য কাজ করা এক সাংবাদিকও আছেন বলে বার্তা সংস্থাটি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সাংবাদিকদের মধ্যে একজন তাদের চুক্তিভুক্ত ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত করেছে।
নিহত অন্য দুই সাংবাদিকের মধ্যে একজন আল জাজিরার জন্য এবং অপরজন এনবিসি নেটওয়ার্কের জন্য কাজ করতেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়টার্সের আরেকজন সাংবাদিক আছেন বলে আল জাজিরা জানিয়েছে।
নাসের হাসপাতালের চিকিৎসক ডাঃ সাবের আল-আসমার বলেছেন, অপ্রতুল উপকরণ নিয়েই আমরা হাসপাতালের ভেতরে আমাদের কাজ করছিলাম। সবাই যখন কাজে ব্যস্ত তখনই ভয়াবহ হামলাটি চালানো হয়।
তিনি জানান, এই হামলার কারণে হাসপাতালটিতে থাকা রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই জোড়া হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার সাংবাদিক ও একজন দমকল কর্মী রয়েছেন।
এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনী বা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করেনি।
হামাস-ইসরাইল যুদ্ধ গাজা গাজায় হামলা ফিলিস্তিন
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
২৫ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম
গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় চার সাংবাদিকসহ নিহত ১৯
২৪ আগস্ট ২০২৫, ১২:০৯ এএম
মেলানিয়া ট্রাম্পকে চিঠি পাঠালেন তুরস্কের ফার্স্ট লেডি
২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম
গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল, নিহত আরও ৭১ ফিলিস্তিনি
২২ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম
দুর্ভিক্ষের পর তৃষ্ণা: গাজায় এবার পানিকে ‘অস্ত্র’ বানাল ইসরাইল
২২ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম
গাজা সিটি ধ্বংসের হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর
আরও পড়ুন
সম্পর্কিত খবর
২০ দিনে গাজার এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরাইল
২০ দিনে গাজার এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরাইল
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫১ ফিলিস্তিনি, অনাহারে আরও ৮
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫১ ফিলিস্তিনি, অনাহারে আরও ৮
গাজা রক্ষায় সেনা মোতায়েনের আহ্বান আইরিশ প্রেসিডেন্টের
গাজা রক্ষায় সেনা মোতায়েনের আহ্বান আইরিশ প্রেসিডেন্টের
গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত ৬৩
গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত ৬৩
মেলানিয়া ট্রাম্পকে চিঠি পাঠালেন তুরস্কের ফার্স্ট লেডি
মেলানিয়া ট্রাম্পকে চিঠি পাঠালেন তুরস্কের ফার্স্ট লেডি
‘আমার ছোট ছেলেটা জানে না ফলের স্বাদ কেমন’
‘আমার ছোট ছেলেটা জানে না ফলের স্বাদ কেমন’
আরও পড়ুন
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেফতার
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেফতার
ফিলিস্তিনিদের জন্য আরও ৩০ মিলিয়ন ডলার দেবে মালয়েশিয়া
ফিলিস্তিনিদের জন্য আরও ৩০ মিলিয়ন ডলার দেবে মালয়েশিয়া
ভয়ংকর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরাইল, কিভাবে পেল ইয়েমেন?
ভয়ংকর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরাইল, কিভাবে পেল ইয়েমেন?
২০ দিনে গাজার এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরাইল
প্রিন্ট