ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস Logo পটুয়াখালী-২ আসনে এনসিপি-জামায়াতে উচ্ছ্বাস, বিএনপিতে বিষাদ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ

মহাখালী টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির প্রধান আসামি গ্রেফতার০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৯১ ১০.০০০ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালী টিবি গেইট এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মোঃ জসিম উদ্দিন (৩৯)–কে গাজীপুরের পূবাইল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার (২৩ আগস্ট) প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

গত ১৮ আগস্ট সকাল ১০টায় টিবি গেইট এলাকার চাঁদপুর ড্রাগ হাউজ ফার্মেসীতে এ ঘটনা ঘটে। কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি ফার্মেসীর ভেতরে ঢুকে বিক্রেতাদের ডাকেন। তারা সাড়া না দিলে কোমর থেকে পিস্তল বের করে জীবননাশের হুমকি দিয়ে ১০ হাজার টাকা নিয়ে স্থান ত্যাগ করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব-১ এর সিপিসি-১ আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অস্ত্রধারী ওই ব্যক্তিকে টিবি গেইট এলাকার পানি ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন হিসেবে শনাক্ত করা হয়। বনানী থানায় মামলার পর ২২ আগস্ট ২০২৫ তারিখে মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গাজীপুর জেলার পূবাইল থানাধীন বাদন এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ইতোপূর্বে ফার্মেসী থেকে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সহ অভিযুক্ত অস্ত্রধারীর সঙ্গে পরিকল্পনা করে এই ঘটনা ঘটায়। ঘটনার দিন সকালে অস্ত্রসহ মোটরসাইকেলে করে তারা ফার্মেসীতে যায় এবং পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তারা আত্মগোপনে চলে যায়।

জসিম উদ্দিন আরও জানায়, সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন দলের নাম ব্যবহার করে দীর্ঘদিন মহাখালী-বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও হত্যা, ডাকাতি ও মারামারির তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর মহাখালী দক্ষিণ পাড়া এলাকা থেকে ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য আসামি পালিয়ে যায়। আসামীদের কোন রাজনৈতিক পদ নেই। অপর আসামি ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস

মহাখালী টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির প্রধান আসামি গ্রেফতার০

আপডেট সময় ০২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

রাজধানীর মহাখালী টিবি গেইট এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মোঃ জসিম উদ্দিন (৩৯)–কে গাজীপুরের পূবাইল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার (২৩ আগস্ট) প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

গত ১৮ আগস্ট সকাল ১০টায় টিবি গেইট এলাকার চাঁদপুর ড্রাগ হাউজ ফার্মেসীতে এ ঘটনা ঘটে। কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি ফার্মেসীর ভেতরে ঢুকে বিক্রেতাদের ডাকেন। তারা সাড়া না দিলে কোমর থেকে পিস্তল বের করে জীবননাশের হুমকি দিয়ে ১০ হাজার টাকা নিয়ে স্থান ত্যাগ করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব-১ এর সিপিসি-১ আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অস্ত্রধারী ওই ব্যক্তিকে টিবি গেইট এলাকার পানি ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন হিসেবে শনাক্ত করা হয়। বনানী থানায় মামলার পর ২২ আগস্ট ২০২৫ তারিখে মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গাজীপুর জেলার পূবাইল থানাধীন বাদন এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ইতোপূর্বে ফার্মেসী থেকে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সহ অভিযুক্ত অস্ত্রধারীর সঙ্গে পরিকল্পনা করে এই ঘটনা ঘটায়। ঘটনার দিন সকালে অস্ত্রসহ মোটরসাইকেলে করে তারা ফার্মেসীতে যায় এবং পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তারা আত্মগোপনে চলে যায়।

জসিম উদ্দিন আরও জানায়, সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন দলের নাম ব্যবহার করে দীর্ঘদিন মহাখালী-বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও হত্যা, ডাকাতি ও মারামারির তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর মহাখালী দক্ষিণ পাড়া এলাকা থেকে ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য আসামি পালিয়ে যায়। আসামীদের কোন রাজনৈতিক পদ নেই। অপর আসামি ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


প্রিন্ট