রাজধানীর মহাখালী টিবি গেইট এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মোঃ জসিম উদ্দিন (৩৯)–কে গাজীপুরের পূবাইল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
শনিবার (২৩ আগস্ট) প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
গত ১৮ আগস্ট সকাল ১০টায় টিবি গেইট এলাকার চাঁদপুর ড্রাগ হাউজ ফার্মেসীতে এ ঘটনা ঘটে। কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি ফার্মেসীর ভেতরে ঢুকে বিক্রেতাদের ডাকেন। তারা সাড়া না দিলে কোমর থেকে পিস্তল বের করে জীবননাশের হুমকি দিয়ে ১০ হাজার টাকা নিয়ে স্থান ত্যাগ করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব-১ এর সিপিসি-১ আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অস্ত্রধারী ওই ব্যক্তিকে টিবি গেইট এলাকার পানি ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন হিসেবে শনাক্ত করা হয়। বনানী থানায় মামলার পর ২২ আগস্ট ২০২৫ তারিখে মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গাজীপুর জেলার পূবাইল থানাধীন বাদন এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ইতোপূর্বে ফার্মেসী থেকে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সহ অভিযুক্ত অস্ত্রধারীর সঙ্গে পরিকল্পনা করে এই ঘটনা ঘটায়। ঘটনার দিন সকালে অস্ত্রসহ মোটরসাইকেলে করে তারা ফার্মেসীতে যায় এবং পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তারা আত্মগোপনে চলে যায়।
জসিম উদ্দিন আরও জানায়, সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন দলের নাম ব্যবহার করে দীর্ঘদিন মহাখালী-বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও হত্যা, ডাকাতি ও মারামারির তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর মহাখালী দক্ষিণ পাড়া এলাকা থেকে ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য আসামি পালিয়ে যায়। আসামীদের কোন রাজনৈতিক পদ নেই। অপর আসামি ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০