গত ৭/৮/ ২০২৫ ইং তারিখে রাত আনুমানিক সময় ৩ ঘটিকায় আবুল হোসেন ফারুকের পুত্র রাসেল আহম্দদ কে তাহার নিজস্ব বাড়ি নসড়াইল ৪নং ওয়ার্ড ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন কোতোয়ালি মডেল জেলা কুমিল্লাকে পুলিশ গ্রেপ্তার করেন। কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত থেকে জানা যায় রাসেল গত সাবেক ফ্যাসিবাদীর নিষিদ্ধ আওয়ামী মৎস্য লীগের ৪ নং ওয়ার্ডের সদস্য তাহার বিরুদ্ধে সাবেক ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় রাসেলের অত্যাচারে নির্যাতন জুলুমের কারণে কারণে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। তাহার কার্যক্রম ছিল স্থানীয় এলাকার নিরীহ মানুষের জায়গা সম্পত্তি জোরপূর্বক দখল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রভাব বিস্তার পূর্বক এলাকাতে চাঁদাবাজি।
,বিভিন্ন সময়ে রাজনৈতিক জনগোষ্ঠীর নাম ভাঙ্গাইয়া সন্ত্রাসীর রাম রাজত্ব কায়েম করতেন নসড়াইলে। রাসেল তার দলবল নিয়ে
গত ৩ই জুলাই ২৪শে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং অনেক কে যখম ও আহত করেন। পরবর্তীতে আওয়ামী লীগ নেতারা পলায়ন করলেও এলাকায় রাসেলের জুলুম, নির্যাতন, অত্যাচার বরাবর চালিয়ে আসছেন মর্মেও জানা যায়। তাহার বিরুদ্ধে অনেক অভিযোগ এলাকায় পাওয়া যায়। রাসেলের ত্রাস সন্ত্রাসীর কারনে এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পান না।বর্তমানে একটি রাজনৈতিক গোষ্ঠীর নাম ভাঙ্গাইয়া পূর্বের চরিত্ররের মত সন্ত্রাসী চাঁদাবাজিতে অব্যাহত আছেন।তার সূত্র ধরে পুলিশ তাকে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান গত ঈদে তার ভাই ইটালি প্রবাসী রাজিব দেশে আসেন ইটালি নেওয়ার প্রলোভন দেখাইয়া প্রতারক চক্রের হোতা রাসেল সহ মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এবং পরবর্তীতে রাজিব পুনরায় ইটালি চলে যান। একাধিক ব্যক্তি রাসেল এবং রাজিব প্রতারণার শিকার হন।
গত ৭/৮/২০২৫ ইং তারিখে কোতয়ালি মডেল থানার পুলিশ রাসেলকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করিলে। রাসেল একজন রাজনৈতিক নেতার প্রভাব নাম ভাঙ্গাইয়া পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ পুলিশের সাথে মারাত্মক গালিগালাজ ও দূর ব্যবহার করেন। পরবর্তীতে
কোতয়ালী মডেল থানার পুলিশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় রাসেলকে তাহার নিজস্ব বাসা থেকে পূর্বের একটি মারামারি মামলার সূত্র ধরিয়া গ্রেফতার করেন। এবং রাসেল কে ৩টি মামলা গ্রেফতার দেখাইয়া কোতোয়ালি মডেল থানার পুলিশ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত রাসেলের গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিন্ট