গাজীপুরের কাশিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ড বটতলা থেকে মিছিলটি শুরু হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকারের দিক নির্দেশনায় আয়োজিত এ বিজয় মিছিলটি কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ড বটতলা থেকে শুরু হয়ে নামা বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাববর,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধা,সিনি: যুগ্ন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে জনগণের সোচ্চার হওয়ার গৌরবময় অধ্যায়। এ দিন শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগায়, আর সেই চেতনা নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে চাই।”
সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রিন্ট