দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৪ শের জুলাই বিপ্লবের বিজয় উল্লাসে ৫ ই আগস্ট আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেন বিএনপির নেতৃবৃন্দ।
শুরুতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ ,ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবীউল ইসলাম ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা খুরশিদ আলম মতির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের হয় উক্ত মিছিলে অংশগ্রহণ করেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান,
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রিন্ট